ঢাকা কলেজ ম্যাথম্যাটিকস অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে আয়োজিত ২৩-২৪ সেশনের নবীন বরণ অনুষ্ঠান



গত বৃহস্পতিবার ২৪শে অক্টোবর, ২০২৪ ঢাকা কলেজ ম্যাথম্যাটিকস অ্যাসোসিয়েশনের উদ্যোগে গণিত বিভাগের ২৩-২৪ সেশনের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের গণিত বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান অধ্যাপক আকতারুজ্জামান স্যার এবং সভাপতিত্ব করেন ঢাকা কলেজ ম্যাথম্যাটিকস অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ হাসান রোমান ভাই। এছাড়া গণিত বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ ও সংগঠকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র গ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত ওগীতাপাঠ, সূচনা সংগীত, বিভাগীয় শিক্ষকগণের বক্তব্য, শিক্ষার্থীদের বক্তব্য এবং অন্যান্য বিশেষ অতিথিরা বক্তব্য দেন, নবীনদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়, এবং তাদের আপ্যায়নে ঢাকা কলেজ এর ইতিহাসে এই প্রথম বিরিয়ানি এর ব্যবস্থা করা হয় এবং পরিশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
ঢাকা কলেজের বিভাগ ভিত্তিক অনেকগুলো ক্লাব থাকলেও ঢাকা কলেজ ম্যাথম্যাটিকস অ্যাসোসিয়েন প্রথম এমন বড় পরিসরে ২৩-২৪ সেশনের নবীন বরণ অনুষ্ঠানটি আয়োজন করে।
ঢাকা কলেজ ম্যাথম্যাটিকস অ্যাসোসিয়েশন ঢাকা কলেজের একটি অন্যতম সংগঠন। ২০২২ সালে বেশ কিছু গণিত বিভাগের শিক্ষার্থী এবং তৎকালীন বিভাগীয় প্রধান অখিল চন্দ্র বিশ্বাস স্যার এর তত্ত্বাবধানে এ সংগঠনটির পথচলা শুরু হয়।
